প্রকৃতির অংশ
- যাযাবর জীবন
ঘুম ভেঙেছে সূর্যের
এখনো চোখ মেলেনি
শীতে কুঁকড়ে আছে সকালটা
রোদ দেখে নি
আকাশে কুয়াশা উড়ছে কিছু
কিছু ভাসছে মনে
বিষণ্ণতা প্রকৃতি জুড়ে
বিষণ্ণতার ছোঁয়া মনে
মনের রঙ বদল আকাশের রঙের সাথে সাথে
মনের ভাব বদল প্রকৃতির ভাবের সাথে সাথে;
মন কি প্রকৃতির অংশ না আমার
আজো বোঝা হলো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন