জীর্ণ
- যাযাবর জীবন
জীবনের নানা পথে নানা মোড়
পথ খুঁজে পথ চলতে ক্ষয় হয় জুতোর
বুদ্ধিমানে পুরনো জুতো বদলে ফেলে
বোকারা পেরেক ঠুকে পথ চলে;
তুই সূর্যের দিকে তাকিয়ে জ্যোৎস্নায় পথ হাঁটিস
আমার পথে অন্ধকার অমাবস্যার
বহু ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছি আমি
পুরনো জুতোটা বদলে ফেলে নতুন গন্তব্যে হাঁটা দে এবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন