ওম
- যাযাবর জীবন
শীতের ঘন কুয়াশায় দুপুর কোথায়?
প্রহরগুলো কেটে যায় ধোঁয়াটে কুয়াশায়
ধোঁয়াটে মনে কিছু ধোঁয়াটে অনুভব
ধোঁয়াটে কুয়াশায় কাটে ধোঁয়াটে সময়;
কখন সূর্য ওঠে
কখন দুপুর হয়
কখন বিকেল গড়ায়
কখন যে সন্ধ্যে ঢলে রাতের বুকে,
প্রকৃতিকে বোঝার সাধ্য কার?
আমারও তো ঢলে পড়তে ইচ্ছে করে
তোর বুকে,
ওম নিতে
লেপমুড়ি শীতের রাতে।
শীত চুমু খায় লেপমুড়ি সকালে
রোদ চুমু খায় কুয়াশার দুপুরে
কুয়াশা চুমু খায় বিষণ্ণ বিকেলে
বিকেল ঢলে পড়ে রাতের আঁধারে
আঁধার জড়াজড়ি কুয়াশামুড়ি ঘুমে
আমার উপোষী ঠোঁট খোঁজে তোরে;
ঠোঁটেরও তো ওম দরকার
কনকনে শীতের রাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন