রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪

দোষারোপ



দোষারোপ
- যাযাবর জীবন

মুহূর্তের ফারাকে বদলে যায় মানুষ
বদলে যায় মন
বদলায় সময়
বদলে যায় জীবন;
মানুষ হয়তো বেঁচে থাকে অনেককাল
জীবন বদলানোর পর থেকে
প্রতি মুহূর্তে জীবনের সেই কোন এক অভিশপ্ত মুহূর্তকে
দোষারোপ করে করে।

কারো না কারো ওপর দোষ চাপানোতেই
আমরা মানসিক সান্ত্বনা খুঁজে বেড়াই
তা সে মানুষ হোক
ঘটনা হোক
কিংবা হোক না তুচ্ছ কোন এক মুহূর্ত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন