বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

দুরকম



দুরকম
- যাযাবর জীবন

আমি যখন নিজেকে খুঁজে বেড়াই হৃদয় খুঁড়ে
তুই তখন আমার অপেক্ষায় সাগর তীরে

আমায় খুঁজিস তুই দিনের আলোয়, রাতের আঁধারে
আমি সূর্যের টর্চ জ্বেলে খুঁজে ফিরি জীবিকারে

আমায় দেখতে চাস তুই দিন রাত সন্ধ্যে কিংবা ভোরে
তোর কথা হয়তো কখনো আমার মনে হয় মধ্য দুপুরে

অষ্টপ্রহর তোর মন খারাপ আমার কথা মনে হলে
তোর কথা মনে হয় আমার মাঝেমধ্যে ঢলা বিকেলে

আমাদের বাস দুজন দু-ভুবনে
আমরা বাঁচি দুজন দু-সময়ে
আমাদের চিন্তা ভাবনা দুজনের দুরকম
আমাদের চাহিদা দুজনের দুরকম
আমাদের বয়স দুজনার দু প্রান্তে
মিল যদি থাকে তা অল্পকিছু অনুভবে;
তোর বুকফাটা কান্না
আমার কাছে অনেকটাই বিলাস বিরহ
তুই যাকে ভালোবাসা বলিস
আমার কাছে কেবলমাত্র অপত্য স্নেহ;

ভুল হয়েই যায় কোথাও না কোথাও
চিন্তা
চেতনায়
সময়ে
স্থানে
সম্পর্কে
প্রেমে
কিংবা জীবনে,
তোর
আমার
তার
আর বাকি সবার;

ভুলের পর্দা উঠতেই হবে সময় থাকতে
তোর
আমার
তার
আর বাকি সবার;
বিবেক কুঁড়ে খাওয়ার আগে।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন