মাটির ইতিহাস
- যাযাবর জীবন
বেশ তো কাটছিল সময়
মিলে মিশে হাসি কান্নায়
গল্পে আর আড্ডায় মেতেছিল দুপুরটা,
হঠাৎ
খুব হঠাৎই কি যে হলো!
সরব মানুষটা থেমে গেলো,
জীবন্ত দেহটা হলো শব
চোখের নিমিষে
পলক ফেলতে;
বড্ড কষ্ট পেলো প্রিয়জন
কান্নার রোল
গোসল
কাফন,
তারপর সন্ধ্যে নামতেই মাটিতে মাটির দেহের চিরঘুম;
রাত ঘন হতেই মৃত বাড়িতে শত মানুষের আনাগোনা
এ বাড়ি ও বাড়ি থেকে ভাতের হাঁড়ি
কেও ভর্তা তো কেও তরকারি
চা পর্ব থেকে শুরু করে ডিনার
পেট পূর্তির উৎসব
সবই তো চলছে আগের মতন
অপেক্ষায় কে কার জন্য?
শুধু বিকেলের গোধূলিতে পড়ে থাকা "শব" ছিল যতিচিহ্ন;
মাটির দেহ মাটিতে মিশে হয় মাটি,
মধ্যে কিছুদিনের হাসি আনন্দ
দুঃখ বেদনা
আর প্রিয়জনের সাথে কিছু খুনসুটি।
জীবন এগিয়ে চলে জীবিতদের ঘিরে
আর তাদের ঘিরে কিছু অনুভূতির প্রকাশ,
শবের স্থান কোথায় বাস্তব জগতে!
ওরা'তো শুধুই ইতিহাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন