বাহানা
- যাযাবর জীবন
জল পড়ার শব্দে পিপাসা
গ্লাসটা খালি
মন মানে না;
এই যে দিন রাত্রির আনাগোনা
হেলে পড়া সূর্যে বিষণ্ণ বিকেল
পাতাঝরা ফাল্গুনের বিবর্ণ সন্ধ্যা
আকাশে একলা জ্যোৎস্না
খারাপ আর ভালো লাগার মিশ্রণ
মনের ব্যারোমিটারে যখনি গ্রহণ;
কল থেকে জল ঝরছে
টিপ টিপ টিপ টিপ
গ্লাসে পিপাসা
ঠোঁট শুকনা;
মনের ব্যারোমিটার উঠছে
টিক টিক টিক টিক
মনে তৃষ্ণা
ঠোঁট ছুঁয়ে দেয়ার বাহানা;
কল থেকে এক ফোঁটা জল ঝরলো হাতে
একটি চুমু তোর ঠোঁটে;
এবার বুঝলি তো!
তোকে পাওয়াটা কত সোজা;
কোন দূরত্বেই আর দূরে নাই
আমার কাছে তুই
ইচ্ছে হলেই আমি তোকে পাই
ইচ্ছে হলেই ছুঁই
যখন তখন;
এই তো আজকে যেমন
জলের শব্দে তোকে খুঁজে নিলাম
মনে উঁকি দিতেই
তুই এখন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন