রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

ভালোবাসা দিবস


ভালোবাসা দিবস
- যাযাবর জীবন

কানের কাছে সারাক্ষণ "I love you" এর মালা জপার নাম ভালোবাসা - কে বলেছে?
কথায় কথায় চকাস চকাস করে চুমুর বন্যা - ভালোবাসার প্রকাশটা বড্ড স্থুলো হলো না?
ভালোবাসি ভালোবাসি বলে গায়ের সাথে লেপ্টে থাকার নাম প্রেম মলম - কোন কিতাবে লেখা?
৩৬৫ দিনের এক দিন ভ্যালেন্টাইনের নামে কামের মচ্ছব, ডিনারের উৎসব - কি চমৎকার ভালোবাসার প্রকাশ!

ভালোবাসাকে কেন খুঁজতে হবে উৎসবের লন্ঠন জ্বালিয়ে?
আরে ভালোবাসা তো আত্মা আর আত্মার বন্ধনের অনুভব
কাছে এসে কিংবা দূরে থেকে;

আমরা কখনোই ভ্যালেন্টাইন মানাই নি
তুই আর আমি মিলে;
তবুও আমি এখানে ভালোবাসার চুমু খেলে
হাজার মাইল দূরে তোর দরজায় উথাল পাথাল ঝড় ওঠে;
তোর চোখে জল এলে
আমার ঘরে বান ডাকে।
ভালোবাসা আমাদের কাছে প্রতিদিন ২৪ ঘণ্টা হিসাবে বছরে ৩৬৫ দিন,
তোর আর আমার কাছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন