পরিপূরক
- যাযাবর জীবন
তালা আর চাবি না হয় পরিপূরক শাব্দিক সম্পৃক্ততায়
এক'কে ছাড়া অন্যজন তো শুধুই লোহার দলা
কাছে আসলে তবেই না তালায় চাবি গলে;
পাশাপাশি পড়ে থাকে কয়লা আর উনুন
সলতেতে আগুন জ্বললে তবেই না
মোমদন্ডে ঘর্মাক্ত মোম গলে;
শীতে কি যায় আসে?
আলিঙ্গনে যখন তুই আর আমি
শরীরে সূর্য জ্বলে;
প্রেমে অভিমান তো হতেই পারে
কাম'কে তখন ঘুম পারাই ডীপ-ফ্রিজে,
সারা মাসই তো রান্না হয় উনুন জ্বেলে;
দু-চারদিন জ্বলুক না উনুন দু-পায়ের ভাঁজে!
মাঝে মাঝে তো রান্না নাই হতে পারে
জল দূষিত হলে রান্নার কলে;
তুই যখন খেজুর খুঁজিস ঘন বনে
আমি পাহাড় হাতে
ভিজতে থাকি সাগর জলে;
কত ঠোঁটই তো ভিজে প্রেমরাতে
এবার না হয় তুইও ভিজ
লোনা কিংবা নোনা জলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন