মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

অঙ্গাঙ্গী




অঙ্গাঙ্গী
- যাযাবর জীবন

কবিতার আঙিনায় হঠাৎই একদিন নূপুরের শব্দ
তোর আগমনের দিনটার কথা বলছিলাম;

কবিতায় পা রেখে উঠে এসেছিস বুক পর্যন্ত হেঁটে
খুব নিঃশব্দে, বোঝা আর না বোঝার অবসরে
তারপর আমিও যেন সাবলীল তোতে
ঠিক আমার হাত পা কিংবা মাথার মত
কিংবা শীতে জড়িয়ে থাকা শাল
কিংবা গরমে ফ্যানের হাওয়া
কিংবা শরতের মেঘ
কিংবা শ্রাবণে বৃষ্টি
অমাবস্যার অন্ধকার কিংবা চাঁদের চাঁদনি
কিংবা, কিংবা আর কিংবা করতে করতে
অঙ্গাঙ্গী হতে হতে কোন এক সময় তুই কবিতার খাতা
তারপর নিজেই হয়ে গেলি কবিতা;

তোকে নিয়ে অনেক ভালোবাসায় কবিতা গড়েছি
বিচ্ছেদের কাব্য লিখব না;

হাত ধরে বসে থাকার প্রয়োজন হতে পারে ভীত প্রেমীদের
আত্মায় জড়িয়ে থাকলে স্পর্শের প্রয়োজন কোথায়?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন