সময়
- যাযাবর জীবন
সেদিন তুই কিশোরী ছিলি আমি যুবক;
মন দেয়ে নেয়া
তারপর যতিচিহ্ন;
আজ তোর মাথা থেকে কালো হারিয়ে গেছে সাদা চুলের ভীরে
আমার পুরো মাথা জুড়ে চকচকে বারান্দায় রোদ খেলা করে;
এখনো অপেক্ষার ঝুল বারান্দায়
প্রতিদিন দেখা করি আমরা;
মাত্র'তো অল্প কটা দিন
কিশোর থেকে বার্ধক্য পর্যন্ত;
ভালোবাসা চিরদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন