রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

প্রেমাগ্নি



প্রেমাগ্নি
- যাযাবর জীবন

মরার নির্দিষ্ট কোন সময় নেই
ভালোবাসার ইচ্ছে মরে গেলেই রিগর মর্টিস শুরু;
হৃদয়ে মদের বোতল উপুড় করে স্যভলনের প্রলেপ
নেশার ধোঁয়ায় দেহাগ্নি
বাহ! কি চমৎকার মরণ।

ধেনো গিলে আঁধারে অশ্রুবর্ষণ প্রেম নয়;
তার থেকে মাটি হওয়া বেশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন