মন-রহস্য
- যাযাবর জীবন
যতদিন চোখে ছিলি
তোর নামটি মনে ছিল,
চোখের আড়ালে মনের আড়াল;
কোকিল কুহু ডাক দিলেই
সাদা থান পড়া মেয়েটির কথা খুব মনে হয়,
বসন্ত কোথায়?
চাঁদ ডুবে যাওয়ার সাথে সাথে
ভুলে যাই চাঁদনির কথা,
তুইও এবার ভুলে যা আমায়;
আষাঢ়ে বৈশাখী ঝড় কোথায়?
পুরুষ আর্দ্রতায় সিক্ত হয় অন্ধকারে,
আমি কখনো কাঁদি না;
তাল পাকা ভাদ্রে কুকুর জিভে লালা
তোর গরমে আমি পেকে যাই প্রতিরাতে,
অসভ্য কোথাকার;
আত্মকেন্দ্রিক, স্বার্থপর, অমানুষ
কত বিশেষণের সীলমোহরই না লাগিয়েছিস আমার গায়!
খুব ভালোবাসিস বুঝি আমায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন