অর্ধ চিন্তা
- যাযাবর জীবন
ভালো লাগা আর না লাগার মাঝামাঝিতে ঝুলে থাকি
দিন আর রাত্রির মাঝামাঝি অবস্থানে,
অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকারে আধো দেখি
অর্ধেক চাঁদ আর অর্ধেক সূর্য চোখে নিয়ে;
একজন পূর্ণ মানবীকে একই সাথে ভালোবেসে
আর ভালো না বেসে মরেবেঁচে আছি, অর্ধ মানব হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন