কিছু গল্প ঢেঁকুর (১-২৫)
- যাযাবর জীবন
গল্প ঢেঁকুর: ১
নির্বাক দু-জন দু-পাশ ফিরে
দুটো বালিশ ভিজছে দুজনার নীরব চোখের জলে;
মধ্যেখানে কোলবালিশ হাসছে শুয়ে - অভিমান হয়ে।
গল্প ঢেঁকুর ২
বাবা মা প্রেমে বাধ সেধেছিল সেদিন।
দুই যুগ পরের কথা -
মেয়েটি তার মেয়ের বিয়ের দাওয়াত দিচ্ছে;
ছেলেটি বিয়ে করেনি আজো।
গল্প ঢেকুর - ৩ঃ
তোর আর আমার দিনলিপিগুলো কাগজে টুকে রাকছিলাম;
ভাবি নি কবিতা হয়ে যাবে।
গল্প ঢেঁকুর - ৪:
একটা ছেলে, একটা মেয়ে;
মত্ত ছিল গভীর প্রেমে।
ভালোবাসার ভয়াবহ অপরাধে ধরা পরে গেল বাবা মা'য়ের হাতে।
নির্মম পারিবারিক আদালত রায় শোনালো- "যাবজ্জীবন কারাদণ্ড"।
পক্ষে গেল তো-
দুজনই পাপের ঘানি টানছে; সংসার কারাগারে।
বিপক্ষে তো-
দুজনই জ্বলছে বিচ্ছেদ আগুনে; মনের কারাগারে।
গল্প ঢেঁকুর - ৫ঃ
চলমান প্রেম কাহিনী -
আমি তোমাকে ভালোবাসি,
তুমি আমাকে ভালোবাসো
জানটুস, মানটুস
উম্মা উম্মা।
চূড়ান্ত সমাপ্তি-
বিছানায় চল।
গল্প ঢেঁকুর - ৬ঃ
প্রেমিকা বাদাম খেতে খেতে ফ্যোত করে খালি হাতে নাক ঝাড়া দিয়ে সেই হাতে প্রেমিককে বাদাম ছিলে দেয়।
প্রেমিক সোনা মুখ করে বাদাম চিবোয়।
প্রেমিকা খ্যাক থুউউউউউ করে এক দলা কফ ফেলে।
প্রেমিক - আহা হা, আহা!! থুথু ফেলাও যে আর্ট তোমাকে না দেখলে জানতাম না।
প্রেমে পড়লে ছেলেদের কি বোকা হতে হয়?
প্রেম অন্ধ, গুরূজনে কয়।
গল্প ঢেঁকুর - ৭ঃ
Possessive প্রেমিকা ফোন করেই যাচ্ছে প্রেমিকের মুঠোফোনে।
সারাদিন রিং বেজে বেজে ক্লান্ত মুঠোফোন সন্ধ্যেয় প্রেমিকার SMS পেলো -
"আমাদের সম্পর্কের ইতি।
নতুন প্রেমিকা, নতুন জীবন মোবারক"
সাড়ে তিন হাত অন্ধকার ঘরে দুপুরে ঘুমিয়ে পড়া প্রেমিক জানতেও পারলো না SMS এ কি লেখা হয়েছিল।
গল্প ঢেঁকুর - ৮ঃ
সেদিনও তুই ছিলি অহর্নিশি চঞ্চল প্রজাপতি;
আমার মন ভরে যেত তোর উড়ে চলা দেখে।
আজ সংসার জোয়াল ঘাড়ে সকাল সন্ধ্যের কোন মুহূর্তেই দম ফেলার সময় নেই তোর।
আমি তোর আর গাছের মাঝে পার্থক্য খুঁজি।
সময় বদলে দেয় জীবন'কে, কিংবা হয়তো মানুষটাকেই।
গল্প ঢেকুর - ৯ঃ
জীবনকে ক্যানভাসে রাঙাচ্ছিলাম।
রক্ত ছড়ালো কেন?
গল্প ঢেকুর - ১০ঃ
ফেসবুকের আইডিগুলো সবচেয়ে বেশী বদলায় তার নিজের চেহারা -
ছবিতে ছবিতে
মন আর মনে
মুহূর্তে মুহূর্তে, ক্ষণে ক্ষণে;
যেমন বাইরে
তেমনি ভেতরে
নতুন রূপে, নতুন করে।
গল্প ঢেঁকুর - ১১ঃ
কে কাকে কার থেকে বেশী ভালবেসেছিল
এ নিয়ে বড্ড তর্ক হতো দুজনার সংসারে;
সবকিছু এখন কেবলমাত্র স্মৃতি, একজন চলে যাওয়ার পরে।
গল্প ঢেঁকুর - ১২ঃ
পুরুষ মানুষ মাত্রেই আলুর দোষ কিছু না কিছু থাকেই,
প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য
কম আর বেশী ,
আর নয়তো শতভাগ হিপোক্রেসি;
নারীরই বা আগ্রহ কোথায় মহাপুরুষে?
মহাপুরুষ'তো শুধুমাত্র কিতাবে মেলে।
গল্প ঢেঁকুর - ১৩ঃ
প্রেমটা ফেসবুকে শুরু হয়েছিল
সমাপ্তিটাও ফেসবুকে;
শুধু একটুখানি ব্যথা রয়ে যায় বুকে।
গল্প ঢেঁকুর - ১8ঃ
কারো কারো ভালবাসার এক তুই এ একটা জীবন পার
কারো কারো প্রেম ঠোকর ঘাটে ঘাটে ঘর বার।
গল্প ঢেঁকুর - ১৫ঃ
ঠোঁটের উষ্ণতায় ভিজছে বরফ
তুই এলেই শীতরাত কামভেজা হবে।
গল্প ঢেঁকুর - ১৬ঃ
বিকেল নামতে নামতেই রোদ ফুরিয়ে গেলো
ঠিক তোর প্রেমের মত,
আসলে সবই ফুরিয়ে যায়
সময়ের ধারায়।
গল্প ঢেঁকুর - ১৭ঃ
চোখের নিচে এখন আর কালি পড়ে না
মন মরে যাওয়ার পরে।
গল্প ঢেঁকুর - ১৮ঃ
বিকেল হলে এখনো পা হেঁটে যায় আমগাছটার দিকে,
তুই অপেক্ষায় থাকতি যেখানে;
একলা সন্ধ্যে গড়ালে মনে পড়ে
তুই তো সেই কবেই দেশ ছেড়েছিস।
গল্প ঢেঁকুর - ১৯ঃ
পাতাঝরা শীতে তুই আর্দ্র কেন?
গল্প ঢেঁকুর - ২০ঃ
আমাদের কোন শুরু ছিল না;
তবুও সমাপ্তি।
গল্প ঢেঁকুর - ২১ঃ
তুই চোখ বুজতেই আমি রাত্রি
গল্প ঢেঁকুর - ২২ঃ
এখানে ওখানে সবাই দেখি প্রেমে পড়ে
নিত্যই নতুন করে
বাস্তব কিংবা ভার্চুয়ালে;
আমার শুধু তো'তেই চলে।
গল্প ঢেঁকুর - ২৩:
পথ চলতে চলতে দুপুর সূর্যটা ঝাপসা হতে হতে অন্ধকার হয়ে আসে
এখন সে ঘুমিয়ে আছে সাড়ে তিন হাত ঘরে।
গল্প ঢেঁকুর - ২৪:
প্রেম বাঁধাগ্রস্ত হয়েছিল তোর নীরবতায়।
গল্প ঢেঁকুর - ২৫:
তুই পুচ্ছ লাগিয়ে ঘুরিস
আমি কাক ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন