জ্বর
- যাযাবর জীবন
মানুষ মাত্রই জ্বর আসে
নানা সময়
নানা বেশে,
কারো ভাইরাল
কারো কাম
কিংবা কারো প্রেম;
ভাইরাল ঔষধে সারে
কারো দুদিনে
কারো সাত দিনে
কারো মাস ব্যাপী ভোগার পরে
ভাইরাসের প্রকার ভেদে;
কামজ্বর বিছানায় গেলেই সারে
খুব অল্প সময়ে;
প্রেম জ্বর সারতে কিছু সময় লাগে
কারো কিছু দিন
কারো কিছু মাস
কারো হয়তো বা বছর,
কোন প্রেম সারে চুমুতে
কোনটা কামে
কোন কোনটা তো এমনি এমনিই সেরে যায়
সময় গেলে,
আবার কোনটা গড়ায় বিয়েতে;
আমরা আদতে বড্ড অস্থির প্রকৃতির
জ্বর হতে না হতেই ঔষধ খুঁজি;
অথচ জ্বর কিন্তু সেরেই যায়
এক সময় না এক সময়
সকল জ্বর,
যথা সময়;
শুধু একটু সময় দিতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন