রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

একাকীত্ব



একাকীত্ব
- যাযাবর জীবন

বসবাস খুব পাশাপাশি তবুও খুব একাকীত্বে ভোগে দুটি চোখ
গালের খুব কাছেই চিবুক তবুও দেখা হয় না পরস্পর
মাঝে মাঝে স্পর্শ দুপাটি ঠোঁটের তবুও তারা এক হয় না
একই অক্সিজেন টেনেও দু-ছিদ্র নাক কেও কাওকে পায় না
পাশাপাশি বাস অলিন্দ আর নিলয়ের তবুও স্বচ্ছ পর্দায় আলাদা
একাকীত্বের বোঝা টেনে যাচ্ছে সকলে একই দেহে হয়ে অচেনা;

একাকীত্ব বোঝে একলা পাখির মন
একাকীত্ব চেনে দু-ভুবনের দুজন,

আমরা দুজন দুজন'কে ভালোবেসেও অচেনা
আমাদের বাস একাকীত্বের একলা ঘরে, একেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন