সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

ঘুমের ডাক



ঘুমের ডাক
- যাযাবর জীবন

তোর ডাক সেদিন শুনতে পাইনি
হয়তো অনেক দূরে ছিলি তুই
কিংবা বিক্ষিপ্ত ছিল আমার মন
অক্ষমতা আমারই;

আজ আর তোর ডাক শুনতে চাই না
এখন অনেক দূরে সরে গেছি আমি
অহেতুক বয়ে বেড়ানো এক ক্ষয়িষ্ণু দেহ
আর জরাজীর্ণ ধুকপুক হৃদযন্ত্র;

আমার বধির কানে এখন কবরের নিস্তব্ধতা
ক্রমাগত ডাকছে মাটি
মাটির কাছে
মাটি হতে;

ঘুম ঘুম চোখে আমি
ঘুমিয়ে পড়ার অপেক্ষায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন