ভালোবাসার বোকামি
- যাযাবর জীবন
মন একটা ঘর
ঘরের ভেতর অনুভূতির কেওর
একটা ছোট্ট জানালা, ভালোবাসার;
কেও জানালাটা খোলাই রাখে
চাঁদ ঢোকে, চাঁদনি ঢোকে
ঘর জুড়ে ভালোবাসার জুঁই গন্ধ ম ম করে;
কেও জানালায় উঁকি দেয় ভীরু চোখে
ভয়ে ভয়ে ভালোবাসার গন্ধ শুঁকে
জীবন কেটে যায় অর্ধ-ভোজনে
আর হা হুতাশ বিষণ্ণ নয়নে;
কেও কেও জানালা না খুলে কাঁচের শার্শিতে চাঁদ দেখে
চাঁদনি নাগালের অনেক দূরে
ভালোবাসার গন্ধ শুধুই আফসোসে;
কারো কারো জানালায় শার্শিই থাকে না
এদের বাস অন্ধকারে
জীবন কাটে ঘরের কোণে;
তোর জানালাটা হাট করে খোলা
আমি কোন দলেই পড়ি না
তবুও কেন তুই রক্তাক্ত হোস আমায় ভালোবেসে?
জীবন একটা ঘর
ঘর থেকে বের হলেই পথ
জীবনের পথ;
কেও এগিয়ে যায় দৃপ্ত পায়ে
পথের জয় পথ মাড়িয়ে,
কেও ভীরু ভীরু পা বাড়ায়
জীবন কি আগায়?
কেও এক পা আগায় তো দু পা পিছায়
জীবনে জয় থেকে বেশী পরাজয়,
কেও কেও কেওর বন্ধ করে ঘরে ফিরে আসে
জীবন থমকে থাকে ঘরের কোণে;
তোর দৃপ্ত পদচলা জয় জয়কারে
আমি কোন দলেই পড়ি না
তবুও কেন তুই রক্তাক্ত হোস আমার কাছে এসে?
গোলাপে তো কাঁটা থাকবেই
তবুও কেও হাত বাড়ায় রক্তাক্ত হতে
আর কেও দূর থেকে গন্ধ শুঁকে
তুই ক্যাকটাস আপন করেছিস ভালোবাসায় জড়িয়ে;
এত বোকাও মানুষ হয়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন