মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

অস্থির সময়




অস্থির সময়
- যাযাবর জীবন


আছে
কেও একজন তো আছেই
বুকের কাছাকাছি
মনের একদম কাছে;

সে আমায় জড়িয়ে রয়
আমায় অস্থির করে দিন আর রাতের সকল সময়
চিন্তা, চেতনা আর অনুভবে,
যখনি হাত বাড়াই
তাকে ধরতে যাই
সে স্পর্শের বহুদূরে;

দূরে থেকেও কাছে থাকা যায়
দূরে থেকেও পাশে থাকা যায়
খুব পাশে
একদম বুকের বাঁ পাশে
আচ্ছা! ওখানে কি হৃদয় থাকে?

হৃদয় থাকলেই কি মন কেমন করতে হয়?
কোন একদিন তাকে স্পর্শে পেলে জেনে নেব
কেন সে জড়িয়ে থাকে আপন হয়ে অষ্টপ্রহরের অস্থির সময়?
শিখে নেব তার কাছে, ভালোবাসা কারে কয়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন