সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

মাটির টান




মাটির টান
- যাযাবর জীবন


এই সবুজ এই গ্রাম
মাটির কাছাকাছি মাটির টান,
সবুজ সবুজ ধানক্ষেত অবুঝ অবুঝ মন
ইচ্ছে হলে মাটি ইচ্ছে হলে বন
ক্ষেতের আল ধরে ধরে এঁকে বেঁকে চলা
গুনগুন ভাটিয়ালি মাটির কথা বলা
গাছের ফাঁকে ফাঁকে হরিয়াল ডাহুক
গ্রামে আসলেই মন মাটি, মাটিতেই সুখ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন