ঈর্ষাহ্নিত প্রেমিকা
- যাযাবর জীবন
ঈর্ষা
সবাই বলে মানবিক ব্যাধি;
টাকা পয়সা
সহায় সম্পত্তি
শিক্ষা দীক্ষা
বন্ধু বান্ধব
প্রেমিক প্রেমিকা
কত কিছুই না মানুষের থাকে!
এগুলোর কোনটাই আমার নেই;
তবে একটা জিনিষ আমার আছে
অনেক বেশী মাত্রাতেই আছে,
ঈর্ষা
এক মানবিক ব্যাধি,
তোমার আছে কি?
সবচেয়ে ভয়াবহ কি জান?
যখন আমি ঈর্ষাহ্নিত প্রেমিক,
এ ব্যাধি মানবিক নয়
মানসিক;
আরও মজার ব্যাপার জান কি?
প্রেমিক তবুও সহ্য করে,
ঈর্ষাহ্নিত প্রেমিকা?
প্রেমিককে রক্ষা কর আল্লাহ্।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন