মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

সম্পর্কের সীমারেখা



সম্পর্কের সীমারেখা
- যাযাবর জীবন


সম্পর্কের একটা সীমারেখা থাকা উচিত
প্রতিটা সম্পর্কের;

এখন সময় লাগে না সম্পর্ক গড়তে
সময় লাগে না সম্পর্ক ভাঙতে
আজকাল সীমারেখা টানা হয় না কোন সম্পর্কে;

ইচ্ছে হলো তো বন্ধু ইচ্ছে হলো তো শত্রু
সীমারেখা নেই ভাব আর আড়ির মাঝে;

ইচ্ছে হলো তো ভালোলাগা ইচ্ছে হলো তো ঘৃণা
ইচ্ছে হলো তো প্রেমিক ইচ্ছে হলো তো বিচ্ছেদ;

পরকীয়া সম্পর্ক তো হরেদরে
পরকীয়া ঘরে ঘরে;

সীমারেখা হীন সম্পর্কগুলোতে বড্ড তাড়া
তাড়া গড়বার
তাড়া ভাঙবার
তাড়া প্রেমের
তাড়া বিচ্ছেদের
তাড়া শরীরের;

চোখাচোখি থেকে ভালোলাগা
ভালোলাগা থেকে ইশারা
ইশারা থেকে কাছে আসা
কাছে আসতে আসতেই প্রেমিক প্রেমিকা
সম্পর্ক শুরু হয় ঠোঁট থেকে
সময় লাগে না কাপড় খুলতে
আজকাল খুব বেশী তাড়া কাপড় খোলার
প্রেমিক প্রেমিকা কিংবা পরকীয়ার
সীমারেখা কোথায় ভালোবাসার
আজকাল প্রেম মানেই কি কাপড় খোলা?
খুব বেশী ভালগার হয়ে গেলো না?
সময় নেই চিন্তা করার;

তারপর
একদিন, দুদিন, তিনদিন
শরীরে শরীর মিলে প্রেমের প্রতিদিন
এক কথা থেকে দু কথা
দু কথা থেকে মনকষা
মনকষা থেকে অভিমান
অভিমান থেকে রাগ
রাগ থেকে বিচ্ছেদ,
বিচ্ছেদে যেন আরও বেশী তাড়া;

কালকের প্রেমিক আজকের চোখের বালি
প্রেমিকার বিরহ, সর্বস্ব কেড়ে নিলো
কাপড় কি জোড় করে খুলেছিল?

কালকের প্রেমিকা আজকের নাগিনী
প্রেমিকের বিরহ, ব্যবহার করে ছুঁড়ে দিল
কাপড় কি আরেকজন এসে খুলেছিল?

আজকাল সবকিছুতেই খুব তাড়া
সীমারেখা ছাড়া
সম্পর্ক গড়া ও ভাঙায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন