মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

বৈপরীত্য



বৈপরীত্য
- যাযাবর জীবন


সবাই যখন সাদা দেখে আমি কেন কালো দেখি?
সবাই যখন আলো দেখে, আমার চোখ অন্ধকার;

যখন তুই অনেক খুশি, তোর চোখেতে দুঃখ দেখি
ঠোঁটের কোণে তুই হাসি ধরিস, চোখের কোণে কান্না রাখিস
যখন তুই অভিমানে, রাগের প্রকাশ তোর মনে
যখন তুই সবার সাথে, একাকীত্ব তোর চোখে
যখন অনেক ভালোবাসিস, মনের মাঝে কান্না করিস,
এত বিপরীত অনুভূতি নিয়ে মানুষ বাস করে কিভাবে?

বৈপরীত্য কি তোর মনে না আমার চোখে?
আমিই কেন উল্টো দেখি?
তবে কি আমি উল্টো মানুষ?

উঁহু!
তা কেন হবে?
আমার মন যখন খুশি আমার মুখে তখন হাসি
আমার যখন হাসি পায় আমি হো হো হাসি
আমার যখন মন খারাপ তখন আমার কান্না পায়
আমার যখন কান্না পায় আমি আকুল কাঁদি;

মুখে হাসি নিয়ে চোখ কাঁদানো
আর মনে ভালোবাসা নিয়ে রাগ দেখানো
শুধু তোরই শোভা পায়,
বৈপরীত্য তোর মাঝে, আমার সরল অনুভূতি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন