মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

কাছের মানুষ



কাছের মানুষ
- যাযাবর জীবন


খুব কাছের মানুষকে আমরা খুঁজে পাই না
অথচ সে আছে, আড়ালে হলেও খুব কাছে,
মনের আয়নায় তাকিয়ে দেখ মন খুলে
ওখানে কেও না কেও তো আছেই
ভালোবেসে, আর ভালোবেসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন