মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

কাগজের বন্ধন, কাঁচের সম্পর্ক



কাগজের বন্ধন, কাঁচের সম্পর্ক
- যাযাবর জীবন


দাম্পত্য;
কাগজের বন্ধন,
কাঁচের সম্পর্ক
খুব ঠুনকো কাঁচ
যে কোন সময় ভেঙে যেতে পারে জোর বাতাসে
কিংবা একটু ঘষাতে,
বাতাস, অবিশ্বাসের
ঘষা, কানকথার;

কাঁচ পুরু হতে থাকে সময়ে
প্রেমে
ভালোবাসায়
বিশ্বাসে
শ্রদ্ধাবোধে,
পুরু হয় সম্পর্ক
সুখী হয় দাম্পত্য;

কালের স্রোতে ঝড় আসে ঝঞ্ঝা আসে
বিশ্বাসের দাম্পত্য অটুট থাকে
এক সময়ের ঠুনকো কাঁচ পুরু হতে হতে ক্রিস্টালে পরিণত হতে থাকে
কাঁচের দাম্পত্য পঁচিশ বছরে রজত জয়ন্তী পার করে;

রজত জয়ন্তী অনেকেই পার করে,
কেও সুখী হয়ে
কেও বাধ্য হয়ে
বাধ্য হয় জীবনের মোড়ে মোড়ে
কাঁচের সম্পর্ক ভাংতে পারে না বাধ্য হয়ে;
লোক লজ্জা
সন্তান
পরিস্থিতি
স্বার্থ
কত কিছুই না জড়িয়ে থাকে দাম্পত্য ঘিরে!

আমি অনেক দাম্পত্য দেখেছি
কাঁচের সম্পর্ক ভেঙে গেছে রজত জয়ন্তীর পরে
সেও কোন না কোন পরিস্থিতিতে
কোন না কোন কারণে
পরকীয়া ভাইরাসে আক্রান্ত হয়ে;

পরকীয়া - এক নতুন ভাইরাস
আজকালকার যুগে,
বয়স মানে না
সম্পর্ক মানে না
লোকলজ্জা মানে না
শুধু চুর চুর করে ভেঙে দেয় কাঁচের দাম্পত্য
নিজের অজান্তে;

অনেক কাঁচের দাম্পত্য
প্রেম, ভালোবাসা আর বিশ্বাসে ধীর ধীরে পরিণত হয় অভঙ্গুর হীরে,
যারা অটুল বিশ্বাসে, অপার ভালোবাসায়
দাম্পত্যের পঞ্চাশ বছর পার করে
আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি তাদের ঘিরে;
এ তো স্রেফ কাঁচের সম্পর্ক নয়
আমি বলি কোহিনূর হীরে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন