সন্দেহের গর্ত
- যাযাবর জীবন
একদিন আমি আকাশ ছিলাম
তুই পাখি
অনেক উড়েছিস আমার বুকে
তারপর ভালোবাসার ডানা ভেঙেছিস সন্দেহের ভীষণ ঝড়ে;
একদিন আমি সাগর ছিলাম
তুই মৎসকুমারী
অনেক ডুবেছিস আমার বুকে
তারপর ঈর্ষায় ডুবে গিয়েছিস সন্দেহের তুমুল ঝড়ে;
ভালোবাসায় সন্দেহ শুধুই অবিশ্বাস ডেকে আনে
ভাঙনের কানফাটা শব্দ শুনতে পাস নি তুই,
আমি হারিয়ে গিয়েছি নীলের বুকে
নীল হয়ে;
তোর ভেতরটা দেখেছিস?
ওখানে একটা গর্ত আছে,
অন্ধকার গর্ত
আসলে কবর;
ওখানে একটা লাশ চাপা দেয়া আছে,
তোর ভালোবাসার,
উঁহু!
আমার।
সন্দেহটাকেই আজো বড্ড সন্দেহ তোর,
এখনো ভীষণ সন্দেহ নিয়ে মাঝে মাঝে গর্তে উঁকি দিস
মনে মনে ভাবিস
গর্ত থেকে শবটাকে টেনে তুলবি কি না;
আবার সন্দেহ মাথাচাড়া দিতেই মাটি চাপা দিস ভালোবাসাকে,
উঁহু!
আমাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন