সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

ভালোবাসার ট্রেন



ভালোবাসার ট্রেন
- যাযাবর জীবন


কেও কেও ভালোবাসার ট্রেনে ওঠে পড়ে
বুঝে কিংবা না বুঝে
কেও ইচ্ছে করে, কেও ভুল করে
গন্তব্য না জেনে;

ভালোবাসার ট্রেন একবার ষ্টেশন ছেড়ে দিলে
কার সাধ্য আছে তার গতি থামাবার?

ভালোবাসার ট্রেন শুরুতে একটু একটু করে এগিয়ে চলে
ধীরে ধীরে গতি বাড়তে থাকে
তারপর এক সময় বল্গাহীন গতিতে ছুটে চলে অনিশ্চয়তার দিকে;

শেষ ষ্টেশন কোথায় জানে না প্রেমিক
পথের শেষ জানা নেই ভালোবাসা ট্রেনের,
ঐ দূরে, বহুদূরে
প্রেমিকা নামক মরীচিকা ষ্টেশন দেখা যায়,
কোন ট্রেন পৌঁছায়
কোন ট্রেন তীব্র গতিতে ধেয়ে চলে অনিশ্চিত গন্তব্যে;

ভালোবাসার গন্তব্য কোথায়?
কবিতার টুকরো পাতায়।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন