বিশেষ শ্রেণী
- যাযাবর জীবন
আজকাল দিনকাল জানি কেমন হয়ে গেছে!
আজকালকার সন্তান বাবার প্রেম দেখে
মায়ের সাথে নয়,
বিছানায় উলঙ্গ অন্য কার সাথে;
আজকালকার সন্তান মায়ের প্রেম দেখে
বাবার সাথে নয়,
উলঙ্গ জড়াজড়ি অন্য কারো সাথে;
আজকালকার বাবা-মা,
পরকীয়া ঘরে ঘরে;
আজকালকার সন্তান
ছেলে কিংবা মেয়ে হোক
শরীর'কে বড্ড সস্তা মনে করে,
আজকালকার সন্তান
স্কুল পর্ব শেষ হওয়ার আগেই
নিজের কৌমার্য হরণের গল্প করে,গর্বভরে;
আমি একটা বিশেষ শ্রেণীর কথা বলছি,
বাংলায় জন্ম নিয়েও যারা ইংরেজিতে ঘেউ করে;
অর্ধ শিক্ষিত বাবা-মা জোর করে ভুল ইংরেজি ঝাড়ে
আর অতি শিক্ষিত সন্তানের কাছে যেন ইংরেজও হার মানে;
কদিন পর এদের সতীত্ব খুঁজতে হবে ডিকশনারিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন