মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

বোধহীন ভালোবাসা



বোধহীন ভালোবাসা
- যাযাবর জীবন


ভালোবাসায় আশা থাকে
আকাঙ্ক্ষা থাকে
ভালোবাসার কিছু চাহিদা থাকে,
তোর কাছ থেকে আমি কোন আশাই করি না
আকাঙ্ক্ষা নেই আমার মাঝে
নেই চাহিদা
আমি বোধহয় তোকে ভালোবাসিই নি;

ভালোবাসায় ঈর্ষা থাকে
আমার দিকে কেও তাকালেই তুই লাল হয়ে যাস,
আমার কোন ঈর্ষা নেই
আমি বোধহয় ভালোবাসিই নি;

ভালোবাসায় রঙ বেরঙের অনুভূতি থাকে মনে
তুই ক্ষণে লাল, ক্ষণে নীল, ক্ষণে সবুজ
রংধনুর সব রং তোর মাঝে
অনেক ভালোবাসিস বুঝি?
আমি অনুভূতি বুঝিই না
আমার কাছে সব কালো আর সাদা
ভালোবাসার অনুভূতি আমার অজানা;

তুই মিছেই ভালোবাসা খুঁজিস বোধহীন পাথরে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন