শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

ভালোবাসার মৃত্যু



ভালোবাসার মৃত্যু
- যাযাবর জীবন

ভালোবাসা কি?
একটি শব্দ
অনেক কবিতা
বহু কাব্যগাথা,
আর অনুভবে ভালোবাসা;

কেও ভালোবাসায় মৃত্যু দেখে
কেও ভালোবাসার মৃত্যু দেখে;

আমি দুটোই দেখেছি
ভালোবেসে
আর ভালোবাসা অনুভবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন