অসমাপ্ত ক্যানভাস
- যাযাবর জীবন
দুপুর রোদে জোনাক দেখেছে কে কবে?
আমি দেখেছি তোর চোখে জোনাক জ্বলে
রাতের সূর্যে আর দিনের অন্ধকারে
দেখেছি আমি মনের টর্চ জ্বেলে;
নদীর জলে অশ্রু দেখেছে কে কবে?
আমি দেখেছি তোর কান্না সাগর তলে
চুমুতে চুমুতে কান্না মুছে দিতে দিতে
লবণে আমার ঠোঁট জ্বলে;
আমি আলোতে যেমন পড়তে পারি তোকে
দিনের মত
রোদের মাঝে সূর্যের টর্চ জ্বেলে;
আমি তেমনি পড়তে পারি তোকে ঘন অন্ধকারে
রাতের মত
অমাবস্যায় জ্যোৎস্না বাতি জ্বেলে;
জানিস!
তোকে নিয়ে কবিতাটা আজো শেষ করতে পারি নাই;
কিভাবে করব বল?
অর্ধেক কবিতা ক্যানভাসে আঁকতে আঁকতে
বাকি অর্ধেক মুছে যায় তোর চোখের জলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন