শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

সীমিত ভালোবাসা



সীমিত ভালোবাসা
- যাযাবর জীবন

স্পর্শের ওপারে তুই
ইচ্ছে ছুঁয়ে দেখার
হৃদয়ের ওপারে তুই
তবুও ভালোবাসার;

মানুষ হওয়ার অনেক যন্ত্রণা
সব কথা মুখে বলা যায় না
সীমিত ভালোবাসায় কাটিয়ে দিতে হয় জ্যোৎস্না।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন