রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

কুয়াশায় নদীতে মন সাঁতার



কুয়াশায় নদীতে মন সাঁতার
- যাযাবর জীবন

সূর্যের ঘড়িটা থেমে আছে সকাল থেকে
পারছে না এগোতে কুয়াশা সাঁতরে
দেখা হয় নি চোখ মেলে হাত ঘড়িটার দিকে
টিক টিক টিক টিক
কখন যে সময় গড়িয়ে গেছে;

সূর্যের ঘড়িটায় এখনো ভোরের কুয়াশার ঘোর
হাত ঘড়িটা দেখেছে সময়ের ক্রমাগত দৌড়
কখন যে সকাল গড়িয়ে বিকেল নেমে এসেছে
কে জানতে পেরেছে?

কুয়াশা থাকুক আর নাই থাকুক
সময় গড়িয়ে চলে
ভালোবাসা থাকুক আর নাই বা থাকুক
জীবন এগিয়ে চলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন