বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

পশুমানব



পশুমানব
- যাযাবর জীবন

যতই গোলাপ দিস
ভেতরে ধুতুরার বিষ;
বেড়ালের নিঃশব্দ থাবায় বসে
কুকুর ঘ্রাণে ঘৃণা শুঁকি
হায়েনার হিংস্রতা দেখি চারিদিকে
সাপের ছোবলে নীল হই বিষে;
আরে আরে পশুর সমস্ত গুণাবলি
আমার মাঝেই তো দেখি;
তবে আমার আর পশুর মাঝে পার্থক্য কি?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন