বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

ফারাক, তোর আর আমার



ফারাক, তোর আর আমার
- যাযাবর জীবন

তুই হারানো ভালোবাসা খুঁজছিস আকাশ ছাদে,
আমি বদলে গিয়েছি মাটির পৃথিবীতে;
তুই চাঁদনি খুঁজিস জ্যোৎস্না চাঁদে
আমি কলংক মেখেছি সারা গায়ে;

ফারাক বিস্তর
আমাদের চাওয়া আর পাওয়ার মাঝে
ফারাক আমাদের ভালোবাসার মাঝে;

বিস্তর ফারাক,
তোর আর আমার মাঝে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন