অহংকার মাটি ঘৃণার
- যাযাবর জীবন
সমাজের অনেক উঁচু স্তরে তোদের বাস
মেঘের কাছাকাছি আকাশবাড়িতে তোদের বসবাস,
বড্ড অহংকার তোদের আজ
মাটিকে ঘৃণার;
আরে একদিন তো ঘুমোতে হবেই মাটির তলায়,
আমার
ওর
তার সাথে
এক কাতারে
মাটির বিছানায়;
সে দিন কি খুব বেশী দূরে?
সেদিন অহংকার করবি কি নিয়ে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন