বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

হিপোক্রেট



হিপোক্রেট
- যাযাবর জীবন

রাত গভীর হলেই
শরীর পুড়ে যায় কামনার জ্বরে
মনেতে ওড়ে প্রেমের ছাই
অর্ধ-জ্বলন্ত সিগারেটটা ছাইদানিতে পিষে
যন্ত্রের মত বিছানায় উঠে যাই
বাতি নেভানোর পরে অন্ধকারে ঘরে রমণ শেষে
ক্লান্ত দেহে, মনে মনে
নারীতে নারীতে তফাৎ খুঁজে বেড়াই;

আমাদের হিপোক্রেসির কোনো সীমা নাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন