অব্যক্ত অনুভব
- যাযাবর জীবন
নৈঃশব্দ্যের গভীরে মন গুনগুনায়
অব্যক্ত ভালোবাসা ভেতরে রয়ে যায়
হৃদয়ের অনেক অনেক গভীরে
এক শব্দহীন জগতে, বোবা কান্নায়;
মুখ ফুটে কোন কথা না হয়
নাই বা হলো আমাদের মাঝে
তবুও কি এক অনুভব যেন
হৃদয়ে রয়ে যায়;
অবোধ্য অনুভব
ভালোবাসা কিংবা প্রণয়ের.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন