বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

ধোঁকা কথা



ধোঁকা কথা
- যাযাবর জীবন

"আমি তোমাকে ভালোবাসি"
তিন শব্দের একটি বাক্য
বলার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ কথা
শোনার জন্য সবচেয়ে সুন্দর কথা
ধোঁকা খাবার এবং দেবার জন্য সবচেয়ে সোজা কথা
বিশ্বাস করার জন্য সবচেয়ে কঠিন কথা
সব জেনেও জটিল বাক্যটি শোনার জন্য মন আকুল
ধোঁকার দহনে জ্বলে পুড়ে মন ব্যকুল;
কান, মুখ বন্ধ করে
এই বেশ ভালো আছি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন