ভালোবাসার সকাল
- যাযাবর জীবন
আমার ঘুম ভাঙাতে গিয়ে সূর্যের ঘুম ভাঙিয়ে দিলি
তারপর পাখির কলকাকলি গানে নিজেই ঘুমিয়ে গেলি;
আমি সূর্যের সাথে খুনসুটি শুরু করে চাঁদের প্রেমে পড়ে গেলাম
তোর ঘুম ভাঙল না এখনো;
তোর ঠোঁট ছাড়া অন্য ঠোঁটে চুমু খেয়ে অভ্যস্ত নই
এবার উঠে জড়িয়ে ধর আমায়,
ভালোবাসায় রাত নামার আগে
চল আরেকবার প্রেম করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন