সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

তুই, আমি আর জ্যোৎস্না-কাব্য



তুই, আমি আর জ্যোৎস্না-কাব্য
- যাযাবর জীবন

আকাশ জুড়ে হো হো জ্যোৎস্নার ঝড়
তচনচ মন হাহাকার তো'তে
চাঁদ হাসলেই আমাদের প্রেম কাব্য হয়ে ওঠে
জ্যোৎস্নার আকাশ ভাসা স্রোতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন