বোধের বাইরের বোধ
- যাযাবর জীবন
যদিও জ্যোৎস্না আমার চারিদিক ঘিরে রয়
ভাবিস নে তুই, অমাবস্যাও আমার খুব ভালো সয়,
জ্যোৎস্নালোকিত রাত কিংবা জোনাক-জ্বলা অন্ধকার
দুটোই জীবনের অংশ আমার;
কি এসে যায় রাত বা দিনে?
আলো কিংবা আঁধারে?
বোধের বাইরের বোধ যখন আপনায় আপনারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন