খোঁজ
- যাযাবর জীবন
খুঁজিস নে আর আমাকে হন্যে হয়ে এখানে ওখানে
ডাকিস নে আর আমাকে পাগল হয়ে আকাশে বাতাসে
মনের খুব গভীরে খুঁজে দেখ হৃদয় খুলে খুলে
স্মৃতির নিউরন কোষের কাছে জিজ্ঞাসা করে দেখ
ঠিক আমার ঠিকানা দেবে বলে
পাঁজরের হাড়গুলোর অনেক ভেতরে অস্থিমজ্জার ফাঁকে ফাঁকে
অন্তর-চোখ দিয়ে খোঁজ কর নিজেরই মাঝে,
ঠিক পেয়ে যাবি আমাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন