বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

চাঁদনি ও চাঁদ



চাঁদনি ও চাঁদ
- যাযাবর জীবন

ছবিতে বানর সুন্দর, কম কিসে হনুমান!
আমি তোকে মাথায় বসাব না;
মাথার ওপর ধা তিন তিন
ভালো লাগে না।

ছবিতে বিড়াল সুন্দর, মন কাড়া বাঘিনী
আমি তোকে চিরতে দেব না;
অনেক দেখেছি রক্তাক্ত থাবা
আর সয় না।

ছবিতে মায়াবিনী হরিণ চোখ, মায়া দেখেছিস গরুর চোখে?
তোর কান্নায় এখন আর যায় আসে না;
কলায় ভেঙেছি কোমর
সয়েছি অনেক ছলনা।

ছবিতে কেউটে মন মনোহর, নৃত্যরত মামবার তো কথাই নেই!
ছোবল মারায় তোর জুড়ি মেলা ভার;
দংশন আর প্রেমেতে ফারাক উনিশ আর বিশ
আমার সারা শরীরে ঠাসা আছে বিষ।

যতই শরীর বাঁকানো ছবি দেখাস
কাপড় চোপড়ে মেনকা রম্ভার সাজ;
যে দেখেছে চাঁদনি
তার চোখে শুধুই চাঁদ।

আমার আটপৌরে চাঁদনির যতই কলঙ্ক থাক
ভালোবাসি তোকেই;
আর
ভালোবাসি চাঁদ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন