সকাল হলেই পাখির ডাক দুপুর হলেই মন
মেঘ জমলেই খারাপ হয় আকাশেরও মন
বৃষ্টি নামলেই মন খারাপ, কোথায় থাকে মন?
মনটা কি তবে আকাশ? কেন মুহুর্মুহু বদলায় রং?
মনের ভেতর যত অনুভূতি, মনের ভেতর মন
সকাল দুপুর সন্ধ্যা রাতের যখন তখন;
দিনের বেলায় আকাশ নীল ধানের ক্ষেতে সবুজ
বিকেল বেলায় মন খারাপ সূর্যের মত হলুদ
সন্ধ্যে হলেই কুসুম লাল, কুয়াশায় ঢাকা মন
অমাবস্যায় অন্ধকার, জ্যোৎস্নায় চাঁদের মতন,
পূর্ণিমাতে হলুদাভ, আমার তখন মন খারাপ
আকাশটাকে মেঘ ছাইলে, আকাশেরও মন খারাপ!
একটা তুই, একটা আমি আর ছিল কিছু বোধ
সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কমবেশি কিছু অনুভব
কিছু হাসি ছিল, কিছু কান্না আর ছিল কিছু গল্প
আঙুলে আঙুলে, ঠোঁটে ঠোঁটে খেলার, কবিতা ছিলো অল্প;
মান অভিমান আর ঈর্ষা রাগের কিছু মানবিক অনুভূতি
যে কোন সম্পর্কের যতি টেনে দিয়ে করে ফেলে খুব ক্ষতি;
সম্পর্কে যতি হয়ে গেলেই মনের মন খারাপ
রঙগুলো তখন অসহ্য লাগে সাদাকালোও লাগে খারাপ
শব্দগুলো কানে বাজে তখন, শব্দগুলোও খারাপ
গল্প কবিতা গানের সুর সবকিছুতেই মন খারাপ,
দিনের বেলায় দিন খারাপ রাতের বেলায় রাত
মন খারাপে মনের ওপর থাকে না কারো হাত;
সব খারাপের ভালো দিক হলো ভালোগুলোও সব কালো
সব কালোতেই অন্ধকার, ভালো নেই আমি ভালো
কোন একসময় কেটে যায় অন্ধকার, সময় যত গড়ায়
রাতের কালো শেষ হয়ে গিয়ে সূর্যের পেছনে হারায়,
সূর্যোদয়ে আকাশ রাঙা, মন হয়ে ওঠে আবার দিন
খারাপ সময় কাটিয়েই ওঠে, একসময় আসে সুদিন;
থেমে থাকে না জীবন কারো জন্যই, জীবনের চলাচল
পেট থাকলেই ক্ষুধা, শরীর থাকলেই কাম, লাগবে কিনা বল!
পেছনের সম্পর্ক ভুলে গিয়ে আবার নতুন সম্পর্কের শুরু
নতুন বর্ষায় আবার মেঘ ডাকবে, আকাশ ডাকলেই গুরুগুরু,
দিনের মাঝেই রাতের বাস রাতের ভেতর দিন
মানুষের মাঝেই মানুষের বাস, সম্পর্কে সম্পর্কহীন।
২৫ অক্টোবর, ২০২০
#কবিতা
সম্পর্কে সম্পর্কহীন
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন