শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

অসংগতি

চারিদিকে বিবর্ণ সময় আর অসম অস্থির প্রতিযোগিতা 

আমার চোখ দেখে মেকি ন্যাকামি, কান শোনে অসংগতির কথা; 

 

কারো সময় জয়ের কারো পরাজয়ের

কারো লক্ষ্য পণ্যের কারো পসারের 

আজকাল সময় বড্ড শারীরিক আর আর অস্থির কামনা

চাবি দেওয়া রবোটিক জীবন কোথাও যেন থামে না, 

সময় ডিজিটাল হতে হতে কবে নিজেই ডিজিটাল হয়ে গেছি!

বাস্তবতার ছোঁয়ায় মাঝে মধ্যেই আঁতকে উঠে বলি, ওকি!


আচ্ছা! তোমরাই বলো কোথায় আছে মানবতা!

অসংগতি! সে তো জীবনের ভাঁজে ভাঁজে, তোমার চোখ দেখছে না? 


চাকরির বাজার? আজকাল দুরাশা আর হাহাকার

সরকারি চাকরি? ওহে! রেখেছ তো ঘুষের টাকার জোগাড়  

বেসরকারি? ওপর মহলের রেফারেন্স সঙ্গে আছে কি? 

কিংবা মামা চাচা কিংবা শ্বশুর বাড়ির আত্মীয় নাকি?

নিদেন পক্ষে কোন রাজনৈতিক দলের সিল ছাপ্পড় মারা!

কি বললে? কিছুই নেই! অন্য কিছু বল বাবা চাকরি ছাড়া;


কর্পোরেট ওয়ার্ল্ড? সে তো ঘিয়ের খনি

ঘানি ভাঙ্গা সরিষার তেলেও তেল মারা হয় না বলেই জানি

ওখানেও শরীর বিক্রি কর্পোরেট দরে 

দরটা যে কি তা কর্ম ভেদে নির্ভর করে

শরীরটা কি নারী নাকি পুরুষের?

আজকাল মাংস হলেই চলে রুচির বদল বসের,

কেও পণ্য বিক্রির বিজ্ঞাপন বানায়

কেও পণ্যের বিজ্ঞাপন বনে যায় 

ওটাও এক রকম তেলেসমাতি

পণ্য বনতে গেলেও আজকাল শুতে হয় নাকি;


চাহিদা যখন নারী মাংসের পণ্যের অবয়ব 

ক্যামেরার সামনে যাওয়ার জন্য আজকাল খুলে দেয় সব 

এও এক অসম প্রতিযোগিতার বিজ্ঞাপনের বাজার 

এক এক পণ্যের এক এক বিজ্ঞাপনে শরীরটা যার তার; 


ওহে! এটা শোবিজ জগৎ, রঙ আর ঢঙে বিজ্ঞাপনের তেলেসমাত

পণ্য যাই হোক না কেন! শরীর প্রদর্শনেই বিজ্ঞাপনের বাজিমাত; 


কথাগুলো বড্ড র হয়ে গেলো, তাই না!

কি করব বলো! চোখে তো আর ঠুলি লাগিয়ে থাকি না!

অসংগতিগুলো বড্ড চোখে লাগে আর অস্থির ওষ্ঠাগত প্রাণ 

কিংবা ডিজিটাল যুগে আমিই এনালগ, যুগের সাথে বেমানান, 

অসংগতি জীবনের প্রতিটা পদে পদে আর দৈনন্দিন জীবন চলায়

অনেকের গায়ে হুল ফুটে যায় যে কোন অসংগতির কথা বলায়;  


যেটুকু দেখছি সেটুকুই লিখছি কারো কারো অবশ্য গাত্রদাহ 

সাদা কাগজে অসংগতি আঁকলেই অনেকেরই পেছনে হয় প্রদাহ, 

হয়তো তোমরাই ঠিক আমিই বেঠিক শুধুশুধুই অসংগতি লিখে যাই

সকল সরল সোজা মানুষের ভীরে, হয়তো আমিই উল্টা মানুষ'রে ভাই;   


আমার সামনে অসংগতি দেখি, পেছনে অসংগতি আর অসংগতি চারিধার 

অসংগতির মাঝেই সংগতি খুঁজে বেড়াই, নিজেকে হারিয়ে বারবার। 




২৮ অক্টোবর, ২০২০


#কবিতা 

অসংগতি

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন