বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

গন্ধ শুঁকার আনন্দ

মানুষের মধ্যে কি কুকুর প্রবৃত্তি প্রবল? 

তা না হলে কেন গন্ধ শুঁকি?


এই যে চেনা নাই জানা নাই 

কারণ নাই অকারণ নাই

নাক মানুষের পেছনে দিয়ে ঠিক বসে থাকি

কিসের এত গন্ধ শুঁকি! 


অন্যের পিছনের গন্ধে কি মাতোয়ারা কিছু আছে?

আমার তো মনে হয় আছে

নাইলে কেন সবাই এত গন্ধ শুঁকে?

ওহে! আমার পেছনটা খুব ভালো করে ধুয়েছি,

তবুও শুঁকছ? শুঁক, শুঁক 

ওখানেই সুখ আছে সবটুকু যেন

এই যে আমার সারাদিন এত এত কাজ! পেটের ধান্ধা!   

তোমার কি কাজ নেই কোনো?  


আরে বাবা! পেছন শুঁকার মজা তুমি কি বুঝবে?

ওখানে কত রকম গন্ধ আছে! একটু শুঁকবে?

ওখানে নানা রকম গল্প থাকে, কবিতা থাকে, গান থাকে 

অর্থ থাকে, স্বার্থ থাকে, রিপু থাকে 

আমি ওর পেছনে কবিতা শুঁকি

মানুষকে শোনাই গান গেয়ে 

পেছন শুঁকে শুঁকে আমি গল্প বের করি

তারপর একে ওকে তাকে বলি উপন্যাস বানিয়ে,  

সে তুমি বুঝবে না, তারচেয়ে এসো গন্ধ শুঁকো 

ওর গল্প শুঁকো, তার কবিতা শুঁকো; 


জানো! ঐ যে লোকটাকে দেখছ! তার জীবনটা নানা রঙে রাঙানো

ঐ যে তার পাশের লোকটাকে দেখছ! বৌ তাকে ছেড়ে চলে গেছে

তার পাশের লোকটা! ও না পরকীয়ায় মত্ত! 

ঠিক তার পাশের জন, প্রতিরাতে মদ খেয়ে ঘরে ফেরে

তার পাশের জন............ 

ক্রমাগত.....................   

এসো আমার সাথে গন্ধ শুঁকো

মানুষের পেছনে কত রঙের কত ঢঙের গন্ধই না আছে!

একবার শুঁকতে শুরু করলে তোমার নেশা লেগে যাবে; 


আচ্ছা! আমি কি নেশাচ্ছন্ন হয়ে পরেছি?

না হলে এর ওর কথায় কেন মানুষের পেছনের গন্ধ শুঁকি!  

জানো! একদিন না মানুষের পেছন শুঁকতে শুঁকতে

আয়নায় চোখ যেতেই চমকে উঠলাম, ওকি!


আমি যে নিজের পেছনটাই শুঁকার চেষ্টা করছি!   

জিহ্বাটা যেন অনেকটা বের হয়ে এসেছে! 

কোমরটা অনেকটাই বেঁকে গেছে, একটু কি লেজ দেখা যাচ্ছে! 

আমি বোধহয় ধীরে ধীরে কুকুর হয়ে উঠছি; 


শুঁকছি, শুঁকছি আর শুঁকছি

ক্রমাগত মানুষের পেছনটা শুঁকছি।  



২২ অক্টোবর, ২০২০ 


#কবিতা 

গন্ধ শুঁকার আনন্দ 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন