একদিন ঘুম ভাংতেই ধড়ফড় উঠে বসি
একদিন ঘুম ভাংতেই পেছনের জীবনে উঁকি
দর্পণের আর ভেতরের চেহারার মাঝে বিশাল ফারাক
মানুষের চেহারায় ওটা কি মানুষ নাকি?
এই যে দুটো চেহারা, ভেতর আর বাইরের!
কতই না কদাকার স্বার্থ রিপু আর লোভের
সময়ে যদি দর্পণের দিকে তাকাতাম!
আজ হয়তো ওখানে মানুষ দেখতে পেতাম;
কোন একদিন হয়তো ঘুমিয়ে যাব দিনে
হয়তো সূর্য তখনো ঘুমানোর প্রস্তুতি নেয় নি
কোন একদিন হয়তো রাতের ঘুম ভাঙবে না
আকাশে জ্বলতে থাকবে প্রিয় চাঁদনি;
কোন একদিন হয়তো ঝুম বৃষ্টি নামবে
আমিই নামব না সেদিন বৃষ্টিবিলাসে
অপলক শুয়ে শুয়ে বৃষ্টি দেখতে থাকব
ঘোলা হয়ে যাওয়া মনিতে নিথর চোখে;
এই যে সারাক্ষণ তোকে ছুঁয়ে ছুঁয়ে থাকি!
আজকাল ভীত মনের কিছু সান্ত্বনার অনুভূতি
কেও তো আছে পাশে! ছুঁয়ে ছুঁয়ে থেকে
গা ঠাণ্ডা হতে হতে পাব স্পর্শের উষ্ণ অনুভূতি;
ঘুমঘোরেই তোর হাতে বরফ অনুভূতি হতেই
হয়তো ধড়ফড়িয়ে উঠে বসবি, বাতি জ্বালবি
কান পাতবি বুকে, ধুকপুক কোথায়? নৈঃশব্দ্যতা
আকুল কাঁদবি, বাড়ি জেগে যাবে তোর চিৎকারে;
আরে মরণে ভয় কি রে বোকা? তুই'ই ছিলি শেষ স্পর্শে
শুধু পেছনে তাকিয়ে ভয়, আমলনামায় কি নিয়ে যাচ্ছি সাথে!
একদিন সবাইকে যেতেই হয়, পেছনে রেখে যায় কিছু স্মৃতি
কিছুদিন কাঁদবি, তারপর ফিকে হতে হতে সময়ের বিস্মৃতি।
৩০ অক্টোবর, ২০২০
#কবিতা
সময়ের বিস্মৃতি
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন