ছোট্ট একটা ঘর
দুটা ঘুলঘুলি
জানালাই বলি!
একচিলতে করে আলো আসে, পর্দাটা সরিয়ে দিলে
আমি পর্দা ফেলে অন্ধকার করেই রাখি
আপাতত: বাইরের সাথে সম্পর্ক ছিন্ন করেছি
আমার এখন একাকী নিভৃতে কারাবাস,
কি এক পজিটিভ এলো! ওলোটপালট সর্বনাশ;
এ ঘরে সব আছে
টিভি, ফ্রিজ, ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেট
এ ঘর থেকে আমি পৃথিবী দেখতে পারি
কথা বলতে পারি যার তার সাথে যতক্ষণ ইচ্ছে
মুঠোফোনে কিংবা ভিডিও চ্যাটে
নেট অন করলেই হাতের মুঠোয় পৃথিবী
আজকালকার জামানায় এর থেকে বেশী চাওয়ার আর আছেই বা কি?
আছে, আছে
আরে এটুকুই কি পৃথিবী?
তাহলে ঐ যে একটু স্পর্শ!
প্রিয়জনের একটু ছোঁয়া!
একবার বুকে জড়িয়ে ধরা!
একবার চামড়ার চোখে দেখা!
না হয় দূর থেকেই
তোমরা কেও কেও অনুভূতি বলো
আমি বলি হৃদয়ের হাহাকার
এখানে সবকিছু থেকেও যেন কিছুই নেই আমার;
এখানে রক্ত মাংসের মানুষ নেই একটাও
অথচ খুব ইচ্ছে করে একটা মানুষের স্পর্শ নিতে
এখানে প্রিয়জনগুলো ছড়িয়ে আছে দূরে দূরে
বন্ধ দরজার ওপাশে
এপাশে আসার অনুমতি নেই কারো
অথচ বুক ভরা হাহাকার!
তাদের ও আমার;
শুধু একটিবার যদি একটু জড়িয়ে ধরতে পারতাম!
ওটুকুই,
ব্যাস! ঠিক ওটুকুই যেন বাকি রয়ে গেলো চাওয়ার!
১৪ অক্টোবর, ২০২০
#কবিতা
স্পর্শের হাহাকার
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন